সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

new road broken in murshidabad blocks

রাজ্য | মুখ্যমন্ত্রীর ‘‌উপহার’‌ নষ্ট হচ্ছে, পথ অবরোধ গ্রামবাসীদের 

Rajat Bose | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৮Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে যাওয়ার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু গ্রামের মানুষ নিজেদের এলাকায় প্রথম পাকা রাস্তার মুখ দেখতে পেয়েছিলেন। ওই পঞ্চায়েতের নগরাজোল থেকে শীলপুকুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। 

কিন্তু বেআইনিভাবে রাজধরপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে সরকারি খাস জমি এবং ব্যক্তিগত জমি থেকে মাটি কেটে তা পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। মাটি বহনকারী ওভারলোডেড ট্রাক্টরের চলাচলে নষ্ট হয়ে যাচ্ছে নব নির্মিত পাকা রাস্তা। 

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে মাঠপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় মাটি বোঝাই কয়েকটি ট্রাক্টর। 
তবে বেআইনিভাবে মাটি কাটার কাজের সঙ্গে যুক্ত মাটি মাফিয়া এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজধরপাড়া  অঞ্চলের বোয়ালিয়াডাঙ্গা ফুটবল মাঠের কাছে সম্প্রতি কয়েকটি তিন ফসলি জমি থেকে গভীর করে মাটি কেটে নেয় মাফিয়ারা। এরপর এখন বকুলতলা মাঠের কাছে সরকারি খাস জমি এবং তিন ফসলি জমি থেকে মাটি কাটার কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার জানিয়েও মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। 

গ্রামবাসীরা বলেন, মাটি মাফিয়ারা জেসিবি মেশিন ব্যবহার করে গভীর করে তিন ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এরপর ১৫–২০ টি ট্রাক্টর সেই মাটি ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে কাটাবাগান, গজধরপাড়া, নওদাপানুর হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকার ইটভাটাগুলোয়। 

তবে গ্রামের নবনির্মিত রাস্তা ভেঙে যেতে শুরু করায় বছরের শেষ দিনে সরব হলেন গ্রামবাসীরা। এদিন সকালে ফের ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার চেষ্টা হলে তারা ওভারলোডেড গাড়িগুলো আটকে দেন। 
মঙ্গলবার গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটা এবং তার পরিবহন বন্ধের গোটা বিষয়টি জেলাশাসক, বিএলআরও, বিডিও সহ মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানাবেন বলে জানান। 

পঞ্চায়েত প্রধান সাইফুল ইসলাম বলেন, ‘‌বেআইনিভাবে মাটি কাটা বন্ধ বা ওভারলোডিং বন্ধ করার দায়িত্ব আমার নয়। প্রশাসন বিষয়টি দেখবে।’‌ 
অন্যদিকে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল বলেন, ‘‌সরকারের অনুমতি না নিয়ে এবং রয়্যালটি না দিয়ে কেউ যদি মাটি কেটে থাকে তাহলে সে অন্যায় করছে। জনগণের ক্ষতি হোক এমন কোনও কাজ আমি চাই না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’‌


Aajkaalonlinemurshidabadnewroadbroken

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া